image1 image2 image3

HELLO I'M MEHEDI HASAN SHOHUG|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M WEB DEVELOPER|I'M PROFESSIONALY ENGINEER

কথা হচ্ছে একদিনের বাঙালি নিয়ে


 
কথা হচ্ছে একদিনের বাঙালি নিয়ে.... হ্যা আমি একদিনের বাঙালি; শহীদ মিনারের সামনে দিয়ে সারা বছর যাই কিন্তু একটা দিন একমিনিটের জন্য দাঁড়াই না; স্মরণ করিনা কোন শহীদের কথা... তবে এই দিনটায় শহীদ মিনারের পাশ দিয়ে গেলে কেন যেন দাঁড়িয়ে যাই। হয়তো একদিনের বাঙালি তাই!!!
ল্যাপটপ অন করে গান শুনতে বসলে হিন্দি গানই বেশী শুনি; মুভিও তাই.. কিন্তু আজ কেন জানি "আমার ভাই এর রক্তে রাঙানো " শুনছি সারাদিন... একদিনের বাঙালি তো!!!

সারাবছর জিন্স টিশার্ট আর সানগ্লাস পড়ে কুল হয়ে ক্যাম্পাস যাই কিন্তু আজ বাসা থেকে বের হওয়ার সময় কেন জানি পান্জাবী পড়ে বের হতে ইচ্ছে করলো... সবই এই একদিনের বাঙালি হওয়ার জন্য!!!

ফেসবুকে কাভার ফটো চেন্জ; স্ট্যাটাস ; শত শত ইভেন্ট ; বই মেলায় হাজারো মানুষের ভিড় সেটাও একদিনের বাঙালিদের জন্য!!

এই একদিনের বাঙালিতে আমাদের এতো আপত্তি কেন? যে চেতনায় একজন একদিনের বাঙালি হয়েছে; যতটা গর্ববোধ করছে... সেই চেতনা সেই গর্ব কিন্তু মিথ্যে নয়। 

হতে পারে এই চেতনাটাই সে একটি দিনের জন্য জমিয়ে রেখেছে...যেটা যত্নে মনের ভিতরে ধারণ করে রাখে সব সময় কিন্তু প্রকাশ করার সুযোগ পায় এই দিনটায় l 

সব সময় তো প্রিয় মানুষটাকে " I love u " বললেন ; একদিনের বাঙালি হয়ে না হয় বললেন " আমি তোমাকে ভালবাসি"... দেখবেন একটু অন্যরকম ভালোলাগার অনুভূতি হবে !
আমার তাতে আপত্তি নাই

Share this:

CONVERSATION